Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"Tree Protection (nail removal) Program" inaugurated in Nilphamari District
Details

“একটি গাছ একটি প্রাণ”
সৃষ্টির অমূল্য দান হলো গাছ। ছোটবেলা থেকে শুনে আসছি গাছই আমাদের পরম বন্ধু। কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছে যারা গাছকে বন্ধু মনে করে। গাছের ও যে প্রাণ আছে স্যার জগদীশ চন্দ্র বসু এর থিওরি তারা মুখে স্বীকার করলেও বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটায় না। তারা হয়তো জানে না পৃথিবীতে গাছের অস্তিত্ব আছে বলেই জীবের অস্তিত্ব টিকে আছে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার এ রক্ষা কবচের সুরক্ষায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে সারাদেশে “গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি” পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ১৯/০৩/২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় পাঁচমাথার মোড়,নীলফামারীতে জেলা প্রশাসন, নীলফামারী ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র,নীলফামারী (সামাজিক বন বিভাগ,রংপুর) এর বাস্তবায়নে ”গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচী ২০২৫” এর শুভ উদ্বোধন হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক নীলফামারী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী, জনাব ফয়েজ আহমেদ, ম্যানেজার, ব্র্যাক ব্যাংক, নীলফামারী শাখা। অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন মিজ স্মৃতি সিংহ রায়, বন্যপ্রাণী ‍ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, সামাজিক বন বিভাগ রংপুর। অনুষ্ঠানে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, নীলফামারী এর সকল কর্মকর্তা ও কর্মচারীগণের পাশাপাশি ছাত্র, শিক্ষক, স্থানীয় সচেতন নাগরিক ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
19/03/2025
Archieve Date
31/12/2025