“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ অংশ হিসেবে জেলা প্রশাসন, নীলফামারী ও সামাজিক বন বিভাগ, রংপুর (নীলফামারী SFNTC) এর যৌথ উদ্যোগে ১০ দিন ব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৪, নীলফামারী এর শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী। পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালায় হতে ৩:৩০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র্যালী মেলা প্রাঙ্গণ অভিমূখে যাত্রা শুরুর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বেলা ৪ ঘটিকায় অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী মহোদয় ফিতা কেটে ও গ্যাসভর্তি বেলুন উত্তোলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ও উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পুলিশ সুপার, নীলফামারী ও জনাব ড. এস, এম, আবু বকর সাইফুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নীলফামারী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নীলফামারী।
অনুষ্ঠানে বক্তারা চলমান আবহাওয়ার বিরূপ পরিবর্তন মোকাবিলায় বেশী করে গাছ লাগিয়ে যত্ন করার প্রতি গুরুত্ব দেন।
পরিশেষে প্রধান অতিথি জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী মেলা সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS