পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড-২০২৪ এর নীলফামারী জেলার চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, নীলফামারী। মোট ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয় দৈনিক “প্রথম আলো” পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মীর মাহমুদুল হাসান সহ গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ । পুরষ্কার হিসেবে প্রত্যেককে ১ টি করে মেডেল, ১ টি করে ই-সার্টিফিকেট ও ১ টি করে টি-শার্ট প্রদান করা হয়। প্রতিটি জেলার স্কুল ও কলেজ পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নিয়ে আগামী ৯ নভেম্বর ২০২৪ খ্রি: তারিখ জাতীয় পর্যায়ের প্রতিযোগীতা ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের যথাক্রমে ৫০,০০০/-, ৩০,০০০/- ও ২০,০০০/- টাকার আর্থিক পুরষ্কার সহ মেডেল, ই-সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রত্যেককে একটি করে গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS