”তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকায় পূনর্বাসন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের (বনায়ন)" আওতায় নীলফামারী এসএফএনটিসি এর অধীন ডিমলা এসএফপিসি এর অধিক্ষেত্রাধীন নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা ও ডালিয়া মৌজার তিস্তা প্রধান সেচ খালের পশ্চিম তীর সীলট্রেপ হতে দক্ষিণ দিকে সাধুপাড়া (ধুম) সাইফুন পর্যন্ত ২০২৩-২০২৪ আর্থিক সালে ১০.০ (দশ) সিডলিং কিলোমিটার বাঁধ বাগান সৃজন করা হয়। অদ্য ১৫/০১/২০২৫ খ্রি তারিখ রোজ বুধবার বেলা ১১:৩০ ঘটিকায় লোকাল কমিউনিটি অর্গানাইজেশন (L.C.O) এবং সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটি গঠন ও এতদসম্পর্কে আলোচনা সংক্রান্ত মাসিক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব শামছুল হক (হুদা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, নীলফামারী। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান, বনরক্ষী, সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, নীলফামারী, জনাব মোঃ হুরে আলম, বনরক্ষী, সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, নীলফামারী এবং অন্যান্য উপকারভোগী সদস্যবৃন্দ। সভায় প্রধান অতিথি সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ (সংশোধিত ২০১১) এর আলোকে লোকাল কমিউনিটি অর্গানাইজেশন (L.C.O) এবং সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটি গঠন ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে ০৯ সদস্য বিশিষ্টি লোকাল কমিউনিটি অর্গানাইজেশন (L.C.O) কমিটি ০২ (দুই) বৎসরের জন্য গঠন করা হয়।
সভা শেষে সকলের মাঝে হালকা নাস্তা বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস